Site icon দৈনিক দেশের সংবাদ deshersangbad.com

ভূঞাপুর প্রতি পক্ষের হুমকিতে  ঘর ভেঙ্গে দেওয়ার আতঙ্কে বাড়ির মালিক

মোঃ মনিরুজ্জামান
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুরে
নির্মাণাধীন ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোঃ ইয়াকুব মিলিটারি ও ইদ্রিস আলীসহ স্থানীয় ৪ জনের
বিরুদ্ধে। বুধবার (১৭জুলাই) উপজেলার পৌর এলাকা বেতুয়া পলিশা গ্রামের কামাল হোসেনের
ছেলে মোঃ মোবারক হোসেন ও সঞ্জাব আলীর দাবীকৃত
পৈত্রিক সম্পত্তি মোট (৬৩) শতাংশ ভিটি জমিতে নির্মাণাধীন ঘর ভেঙে দেওয়ার  অভিযোগ তুলেন ভুক্তভোগী মোঃ মোবারক হোসেন। তিনি জনান, প্রতিবেশী মোঃ ইয়াকুব মিলিটারি ও ইদ্রিস আলীসহ স্থানীয় আরো ৪-জন রাতের আঁধারে আমার পৈত্রিক সম্পত্তির উপরে নির্মিত ঘর ভেঙে দিয়েছিল। এ বিষয়ে মোঃ ইয়াকুব মিলিটারি জানান, রাতের আঁধারে ঘর কে ভেঙে দিয়েছে তা আমার জানা নেই, তবে দলিলে যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা সরকারিভাবে যাচাই-বাছাই এর পরে বুঝা যাবে প্রকৃত জমির মালিক কে। নাম প্রকাশ করতে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, রাতের আঁধারে ঘর কে ভেঙে দিয়েছে তা জানতে পারিনি। কিন্তু প্রতিবেশী মোঃ ইদ্রিস আলীর বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় ঘরের খুটিসহ চালের টিন উদ্ধার করে
মোবারক হোসেন এর কাছে হস্তান্তর করা হয়েছে।
পরে মোঃ মোবারক হোসেন ও  সঞ্জাব আলী পুনরায় ঘর নির্মাণ করে বসতি স্থাপন করলে নানারকম হুমকি ও আতঙ্কে দিন পার করছেন। স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ আল আমিন জনান, বিষয়টা আমি জেনেছি কিন্তু পৌরসভা বরাবর কেউ কোনো লিখিত অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Exit mobile version