ভোলার বহুল আলোচিত মানবপাচারের মুল হোতা জল ফরিদ গ্রেফতার

মোঃ বাবুল রানা,ভোলা: ভোলার আ অবশেষে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে ভোলার বহুল আলোচিত মানবপাচারের মুল হোতা জল ফরিদ। শনিবার (৯ ডিসেম্বর) সকালে সদর থানার এসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল ভোলা শহরের ঘোষপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে জল ফরিদকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, নাজমা আক্তার ও জল ফরিদ বিভিন্ন গ্রাম থেকে অসহায় মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে ভোলা শহরের কালীখোলার ফ্লাট বাসায় এনে জোরপূর্বক অসামাজিক কার্যকলাপ করতে বাধ্য করে। এমন এক ঘটনায় দক্ষিণ দিঘলদী ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নাছির সরদারের মেয়ে পারভীন বেগম ওরফে মিতু বাদী হয়ে গত ১৭ এপ্রিল ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় আটক জল ফরিদকে মানবপাচার আইনে কোর্টে প্রেরণ করা হয়। ঘটনায় সম্পৃক্ত সকলকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি সচেতনতার লক্ষ্যে ভোলায় ফ্লাট বাসায় অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়। বাসা ভাড়া দেওয়ার সময় প্রয়েোজনে পুলিশের সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, সকল আইনি কার্যক্রম মেনে মানবপাচার রোধে কাজ করা হবে। গ্রেফতার জল ফরিদকে আদালতের সোপর্দ করার কথাও জানান পুলিশের এ কর্মকর্তা।

Exit mobile version