ভ্যাট প্রত্যাহার না করলে লাগাতার অবরোধের হুশিয়ারি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। সাবেক সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি-আমলা-ব্যবসায়ীদের তালিকা প্রকাশ ও বৃদ্ধিকৃত শুল্ক প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও লাল কার্ড মিছিলে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে ১৭ জানুয়ারি বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, আইএফএমের ঋণ চুক্তি মেনে জনগণের রক্ত চোষার কারণে শেখ হাসিনা পালাতে ব্যর্থ হয়েছে, আপনারাও যদি দেশ ও জনতার বিপক্ষে অবস্থান নিয়ে ভ্যাট বাড়ানোর মত সিদ্ধান্ত একের পর এক নিতে থাকেন, পালানোর পথ খুঁজে পাবেন না। এ সময় তারা আরো বলেন, অনতিবিলম্বে ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ না করলে জনগণ বুঝে নেবে যে, জাতির সাথে প্রতারণা করছে ছাত্র-যুব-জনতার আন্দোলনে উঠে আসা অন্তবর্তীকালিন সরকার।
এসময় মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য দেশকে খাদের কিনারে নিয়েছে ছাত্র-যুব-জনতা বিরোধী-দেশদ্রোহী রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা। এরা ক্ষমতায় আসার আর থাকার চেষ্টা করছে ছাত্র-যুব-জনতাকে বোকা বানানোর মধ্য দিয়ে।
নতুনধারার নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের বিরুদ্ধে যুদ্ধে নামার ইচ্ছে না থাকলে অনতিবিলম্বে ভ্যাট প্রত্যাহার করুন, হরতাল নিষিদ্ধ করুন, দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করুন, জনগণের পাশে থাকুন। তা না হলে শেখ হাসিনার মত করে পালানোর প্রস্তুতি নিন।
সমাবেশ শেষে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টা, সচিব-আমলা ও দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটকে লাল কার্ড প্রদর্শন ও মিছিল করে রাজধানীর বিভিন্ন শহর প্রদক্ষিণ করে।
——————-
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নারায়ণগঞ্জবাসীর চুলা মিছিল হলো লাল কার্ড, এরপরও যদি দুর্নীতিবাজ তিতাস কর্তা আর জনপ্রতিনিধিরা গ্যাস সংকট সমাধানে কোন উদ্যেগ না নেয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। গ্যাস সংকট সমাধানের দাবিতে নতুনধারা নারায়ণগঞ্জ মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত চুলা মিছিল ও সমাবেশে তিনি উপরোক্ত কথা…
দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ ---------------------------------------------------------------------------------------- দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে দুর্নীতিবাজ বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ ও সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। জাতীয় প্রেসক্লাবের সামনে ২৮ জুন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান…