মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোকিত সমাজ উন্নয়ন সংস্থা, হাতিরঝিল এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস-২০২২ উপলক্ষে এক ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বøাড গ্রæপিং কর্মসূচি স্থানীয় রমনা মডেল স্কুল এন্ড কলেজে আজ ২১ ফেব্রæয়ারী সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মু. আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট চিকিৎসক কর্ণেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খান, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হেমায়েত হোসেন, এডভোকেট জিল্লুর রহমান আজমী, উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ আলী মোল্লা, নির্বাহী পরিষদ সদস্য আব্দুল কাইউম আল ফয়সাল, সুলতান মাহমুদ, গোলাম মাওলা, আবু সাঈদ মন্ডল, রাশেদুল ইসলাম, হাবিবুর রহমান মজুমদার, শামীম হোসাইন ও কলিম উল্লাহ প্রমুখ।
চিকিৎসা সেবা প্রদান করেন কর্ণেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খান, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ গোলাম হাফিজ, প্রসূতি রোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. মারুফা হোসেইন, হাড় জোড়া বাত বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ লোকমান, রক্তরোগ মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ আরিফ-উর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আজিজুল শরিফ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শওকত আনোয়ার কবির ও ডেন্টাল সার্জন ডা. জাহিদ হাসান।
এতে মগবাজারের অর্ধ সহ¯্রাধিক সুবিধা বঞ্চিত নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।