মাদরাসায় পড়লে আপনার সন্তান অন্ততঃ  গুন্ডা-চাঁদাবাজ মাদকসেবী হবে না-মুফতি আব্দুল্লাহ আল আনসারি

বন্দর প্রতিনিধি:
দাওয়াতুল কোরআন প্রি-ক্যাডেট মাদরাসার শুভ উদ্বোধন ও নবীনবরণ উপলক্ষ্যে আয়োজিত দোয়া অনুষ্ঠান ১৪ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় রূপলী আবাসিক এলকাস্থ মাদরাসাার হলরুমে অনুষ্ঠিত হয়। দোয়ানুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ সাব্বির হোসেন। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ আল আনসারী। বন্দর থানা যুবদল নেতা হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,স্কলার্স বাংলাদেশ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি হাবিবুর রহমান সিদ্দিকী,এম নিউজ বিডি ২৪ ডটকম’র সিইও মিতু মোর্শেদ,ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মাসুম ও বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের আরবী শিক্ষক মাওলানা মোঃ আল আমিন। এইচ ডি হৃদয়ের সঞ্চালনায় দোয়ানুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক ও মোহতামিম মাওলানা মোঃ আব্দুল আজিজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আমির হামজা,প্রতিষ্ঠানের পরিচালক সাইদুল ইসলাম,রোমানা আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মুফতি আব্দুল্লাহ আল আনসারি বলেন,এই জমিনে যতদিন পর্যন্ত একজন ঈমানদার বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না। মহান আল্লাহ আমার নবী করিম সাল্লালাহু আলাইহি আসসালামকে কখন পাঠিয়েছেন যখন আই অ্যাম-এ জাহেলিয়াতের যুগ চলছিল। সেই সময় আমার নবী রাসুলকে কেন পাঠিয়েছেন? নবীদের শ্রেষ্ঠ নবীকে এ কারণে পাঠিয়েছেন যাতে শ্রেষ্ঠ খারাপ লোকদেরকে তিনি ভাল করতে পারেন এবং তিনি তাদেরকে ভাল করেছেনও। কাজেই ইসলাম ধর্ম অনেক গভীর ধর্ম। এই ধর্ম মানুষকে সুপথে ফিরিয়ে আনতে পারে। সন্তান মাদরাসায় পড়ালেখা করে অনেকে পরিচয় দিতে বিব্রতবোধ করেন। এটা আপনাদের ভ্রান্ত চিন্তা-ভাবনা। বরং মাদরাসায় পড়িয়ে আপনি গর্ব করে বলবেন আপনার সন্তান মাদরাসায় পড়েন। এজন্য বলবেন কারণ মাদরাসায় পড়ে আপনার সন্তান মানুষ ছাড়া অমানুষ হবে না। মাদরাসায় পড়লে আপনার সন্তান মাদকসেবী হবেনা,গুন্ডা হবে না,চাঁদাবাজ হবে না।

Exit mobile version