মিরসরাই প্রতিনিধি
বন্ধুরা সকলে সংগঠিত হওয়ার পূর্বেই মানবিক কর্মকান্ডে মিরসরাইয়ে সাড়া ফেলেছে মিরসরাই উপজেলা এসএসসি ৯৬ ব্যাচ। তাদের মানবিক কর্মকান্ডের প্রশংসা এখন সবার মুখে মুখে। চলতি বছেরের ২৬ মে ৯৬ ব্যাচের বন্ধুরা সংগঠিত হতে শুরু করে। এরিমধ্যে পথচলার দুই মাসে দুইটি মানবিক কর্মকান্ড সম্পন্ন করেছে ব্যাচটি। যা ছিল সবার চোখে ইতিবাচক।
গত ৫ জুন মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ গ্রামের ৭ নং ওয়ার্ডের কাজিম উদ্দিন হাজ্বী বাড়িতে রাত সাড়ে ১২ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১৭ টি পরিবার নিঃস্ব হয়ে যায়। আগুন লেগে নিঃস্ব হওয়া সেসব পরিবারকে ১৬ জুন ১০ হাজার টাকা করে ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করে ব্যাচটি। এরপর ১ জুলাই ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত মজিবুল হকের চিকিৎসার্থে ব্যাচের পক্ষ থেকে ৪৪ হাজার ৩০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় বন্ধুরা সংগঠিত হতে ১ জুলাই প্রথমবার আয়োজন করা হয় দিনব্যাপী পুণর্মিলনীর। ‘যেথায় থাকি যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে’ এই শ্লোগান ধারণ করে আরশিনগর ফিউচার পার্কে পুণর্মিলনী অনুষ্ঠানের সদস্য সচিব নিজাম উদ্দিন এবং ব্যাচের সদস্য টুটুল হোসেনের যৌথ সঞ্চালনায় আহবায়ক ইঞ্জিনিয়ার কামরুল আলমের সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন, কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ, ফটোসেশান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণ।
দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ের ওমর ফারুক, গীতা পাঠ করেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের উজ্জ্বল কুমার দে, ত্রিপিটক পাঠ করেন সরকারহাট নজর আলী রুপজান উচ্চ বিদ্যালয়ের নয়ন বডুয়া।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের শাহাদাত হোসেন, দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের আকাশ মাহমুদ, ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ের মোতাহার হোসেন, মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের এজেডএম সাইফুল ইসলাম টুটুুল, ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের আমান উল্যাহ লিটন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের রেজাউল করিম মাষ্টার, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের শাহাদাত হোসেন, দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের আকাশ মাহমুদ।
পুণর্মিলনীতে মিরসরাই উপজেলার ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শতাধিক ৯৬ ব্যাচের বন্ধুরা নিবন্ধন করেন এবং অতিথি, শিক্ষার্থীদের পরিবার পরিজনসহ প্রায় ৮ শতাধিক লোকের সমাগম ঘটে। অনুষ্ঠানে যাদু প্রদর্শন করেন মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল বারী শিবলু। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে শিক্ষার্থী ও তাদের সন্তান এবং আগত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
পুণর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক ইঞ্জিনিয়ার কামরুল আলম জানান, ভবিষ্যতে সব বন্ধু মিলে আমাদের এই ব্যাচকে সাংগঠনিক রূপ দেওয়ার মাধ্যমে আর্থিকভাবে যারা পিছিয়ে আছেন তাদের মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা, বন্ধুদের যেকোনও বিপদে ও আনন্দে পাশে থাকা ও রাষ্ট্রীয় যেকোন দুর্যোগে মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকবে।
পুণর্মিলনী অনুষ্ঠানের সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, আমরা সংগঠিত হওয়ার মূল উদ্দেশ্য হলো মানবিক কর্মকান্ডের পাশাপাশি বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করা। ব্যাচের বন্ধুদের মধ্যে যারা অসহায়, দুঃস্থ্য ও সুবিধা বঞ্চিত তাদেরকেও সাবলম্বী করতে উদ্যোগ গ্রহণ করা হবে।