মামলা না থাকলে বিসিএসের গেজেট থেকে বাদ পড়বেন না প্রার্থী

ফৌজদারি আইনে কোনো মামলা না থাকলে বিসিএসসহ সরকারি চাকরির গেজেট থেকে নির্বাচিত বা সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বাদ না দেওয়ার বিধান রেখে খসড়া বিধি চূড়ান্ত করা হয়েছে।

একই সঙ্গে কাউকে সরকারি চাকরির জন্য অনুপযুক্ত (বাদ দেওয়া) মনে করা হলে, কেন তাকে অনুপযুক্ত মনে করা হয়েছে, তা প্রার্থীকে অবগত করা হবে। তাছাড়া বাদপড়া প্রার্থী নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চ্যালেঞ্জ (পুনর্বিবেচনা) করে আবেদন করার সুযোগ পাবেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পূর্ণ কমিশন সভায় এ বিধি চূড়ান্ত করা হয়। রাত ৮টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

তিনি জানান, শিগগির এ খসড়া বিধিমালাটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখানে এটি বিবেচনা করার পর চূড়ান্ত করা হবে। চূড়ান্ত হলে বিধিটি বিসিএসসহ সব সরকারি চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Exit mobile version