মার্কিন ভিসা বাতিলের তথ্য সঠিক নয়: জেনারেল আজিজ

সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন তিনি।

সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করার যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন তিনি।

বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য সঠিক নয়। যুক্তরাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ মেইলে বা ডাকে এখনও আমাকে এ বিষয়ে কিছু জানায়নি। এটি জামায়াত-বিএনপির একটি মিথ্যা প্রচারণা।’

এর আগে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করে এক চিঠির মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়েছে।

আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন শেষে এ বছরের ২৪ জুন অবসরে যান।

Exit mobile version