বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
“ফসলি জমির মাটি লুট মিলছে না প্রতিকার, আবাদি জমির মাটি কেটে নিলেন বিএনপি নেতা বকুল” শিরোনামে “আজকের পত্রিকায়” প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদে পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মিল নেই এবং এটি মানহানিকর।
প্রকাশিত প্রতিবেদনে কোনো প্রকৃত তথ্য-উপাত্ত বা প্রমাণ উপস্থাপন করা হয়নি, বরং রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হেয় প্রতিপন্ন করতেই এই ধরনের মনগড়া সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রকৃতপক্ষে, ফসলি জমির মাটি লুট বা অন্য কোনো অনিয়মের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
এই ধরনের ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি যে, অবিলম্বে উক্ত সংবাদ প্রত্যাহার করে একই প্রচারমাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরা হোক। অন্যথায়, পলাশবাড়ীর জনগণের মাটি ও মানুষের বন্ধু জননেতা আব্দুল মোতালেব সরকার বকুলের সম্মানহানির কারণে আমরা স্থানীয় সাধারণ জনগণ ও উক্ত জমির মালিকগণ অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
উল্লেখ থাকে যে, উক্ত জমিতে মৎস্য খামার ও গবাদি পশু খামারের প্রকল্প গড়ে তোলা হচ্ছে যা স্থানীয় জনসাধারণের জন্য এক মাইল ফলক হিসাবে আগামীর সম্ভাবনামায় সাফল্য হয়ে দাঁড়াবে সেই সাথে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থাও তৈরি হবে।