মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দীর্ঘ প্রায় ১৬ বছর পর পুননির্মাণ করা হলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ঐতিহ্যবাহী আজান পাঠাগার। ৪৫ বছরের পথচলায় এই পাঠাগার দুইবার গুড়িয়ে দেওয়া হয়। ফেলে দেওয়া হয় পাঠাগারে রক্ষিত কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য। নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে চলতি বছরের ৯ আগষ্ট পুননির্মাণ করা হয় এই পাঠাগার। পাঠাগারটি চালু হওয়ায় খুশি ওই এলাকার ইসলামপ্রিয় মানুষজন। পাঠাগার পুননির্মাণ উপলক্ষ্যে প্রথম কার্য্যক্রম হিসেবে সিরাতুন্নবী (সাঃ) মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে অতিথি ও ওয়ায়েজীনদের বক্তব্যে উঠে আসে পাঠাগার নিয়ে অতীতের কালো অধ্যায়ের ইতিহাস।
পাঠাগার সংশ্লিষ্টরা জানান, মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের সুফিয়া বাজারে ১৯৭৯ সালে আজান পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। কোরআন, হাদিস চর্চার এক মহাকেন্দ্র হিসেবে পরিচালিত এই পাঠাগারের উদ্যোগে প্রতিষ্ঠার পর থেকে সীরাত মাহফিল, ইফতার মাহফিল ছিল বার্ষিক অনুষ্ঠানের অন্যতম। এছাড়া সমাজসেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ এলাকার বিভিন্ন মানুষের সমস্যার সমাধানে এ পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। ১৯৯৬ সালের ১ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা পাঠাগার ভাংচুর করে পাঠাগারে রক্ষিত কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য পাশ^বর্তী খালে ফেলে দেয়। এরপর ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে পাঠাগারটি পুনরায় চালু করা হয়। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এলে পাঠাগারটি তারা তাদের দখলে নেয়। সর্বশেষ চলতি বছরের ৫ আগস্ট গনঅভ্যূত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৯ আগস্ট পাঠাগারটি পুননির্মাণ করা হয়।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে আজান পাঠাগারের আয়োজনে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল মিঠানালা ইউনিয়নের সুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। আয়োজিত মাহফিল আজান পাঠাগারের সভাপতি মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে এবং আজান পাঠাগারের সেক্রেটারি ও মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক কেফায়েত উল্ল্যাহর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, আজান পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য সমাজসেবক মাস্টার মুহাম্মদ নুরুচ্ছালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই থানার আমীর মাওলানা নুরুল কবির, আল মানসূরা ট্রাস্টের সেক্রেটারি মুহাম্মদ নুরুল করিম, মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ আলা উদ্দিন, মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ মোস্তফা কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের অফিস সম্পাদক মুঃ তানভিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুফিয়া সাংগঠনিক থানা শাখার সভাপতি মুঃ শরিফ সিদ্দিকী।
মাহফিলে ওয়ায়েজীন হিসেবে ছিলেন সুফিয়া নুরীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামী, সুফিয়া নুরীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নেছারুল হক নূরী, ফেনী আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ফকীহ মুফতী মাওলানা আবদুল হান্নান, চট্টগ্রাম পলিটেকনিক কলেজ জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ বুরহানুদ্দীন, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দীন আনছারী, চট্টগ্রাম আলম শাহ পাড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান।