মিরসরাইয়ে দুই মাথা ও আট পা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম!

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দুই মাথা ও আট পা ওয়ালা বাছুরের জন্ম দিয়েছে একটি গাভী। বাছুরের দুইটি মাথা, চারটি চোখ ও আটটি পা রয়েছে। শুক্রবার সকালে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কয়লা রহমতপুর গ্রামের খামারি গোলাম হোসেনের গোয়াল ঘরে এই ঘটনা ঘটে।
ব্র্যাকের এআইএসপি কাওছার মাহমুদ ফয়সাল জানান, প্রসবের সময় মৃত অবস্থায় জন্ম হয়েছে। তবে গাভীটি সুস্থ রয়েছে। খবর পেয়ে স্থানীয় করিম আর মোচন ত্রিপুরার সহযোগিতায় আড়াই ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর ডেলিভারি করা হয়। নরমালি ৮০ শতাংশ বিকলাঙ্গ বাচ্চা প্রসবের আগে মৃত থাকে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।তিনি আরো জানান, দেখতে আজব মনে হলেও গাভী গরুর পেটে এমন অস্বাভাবিক আকৃতির বাচ্চা জন্ম নেওয়ার কারণ সাধারণত জেনেটিক ত্রুটি, ভাইরাস সংক্রমণ বা পুষ্টির ঘাটতির কারণে হতে পারে। বিশেষ করে কিছু ভাইরাস যেমন বাভাইন ভাইরাল ডায়রিয়া (বিভিডি) বা ব্লুটাং ভাইরাস গরুর গর্ভের বাচ্চার বিকৃতির জন্য দায়ী হতে পারে। এছাড়া জেনেটিক ত্রুটির ফলে বাচ্চার সঠিকভাবে বিকাশ না হওয়ার কারণে এমন হতে পারে। পুষ্টির ঘাটতি বা পরিবেশগত কারণও ভূমিকা রাখতে পারে। এই ধরনের ঘটনা ঘটলে ভেটেরিনারি ডাক্তারকে দেখানো উচিত যাতে সমস্যার সঠিক কারণ নির্ণয় করা যায় এবং পরবর্তী গর্ভাবস্থায় এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব হয়।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, ‘এমন গরুর বাচ্চার জন্ম নেওয়ার বিষয়ে আমি অবগত নই। খোঁজ খবর নিয়ে দেখছি। জেনেটিক ত্রুটির কারণে এমন বাচুর প্রসব করতে পারে।’

Exit mobile version