মিরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ ব্যবসায়ীকে জরিমানা

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে আবুতোরাব বাজারে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এই অভিযান পরিচালনা করেন। এসময় অধিক মূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা না থাকায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এই অর্থদ- প্রদান করা হয়।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, বুধবার সকালে উপজেলার আবুতোরাব কাঁচা বাজারে ও মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পণ্যের দাম বেশি রাখা, মূল্য তালিকা না থাকায় ৮ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version