মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ক্রীড়া সংগঠন মহানগর স্পোর্টিং ক্লাবের উদ্বোধন উপলক্ষ্যে দ্বি-বার্ষিক নির্বাচন ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনের ১ম পর্বে বিবাহিত বনাম অবিবাহিত একাদশের প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় বিবাহিত একাদশ জয়লাভ করে। এদিকে ফিতা কেটে ক্লাব কার্যালয়ের উদ্বোধন ও কেক কাটের অতিথিরা।
দ্বিতীয় পর্বে মহানগর স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচক প্রফেসর আবুল হোসেন ও নির্বাচক কফিল উদ্দিন ও ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক শাহ রহমত উল্ল্যাহর নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন ইমাম হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ রাজু। নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ।
জহির উদ্দিন রিয়াজ ও আহসান উল্ল্যাহ রাকিবের সহযোগিতায় এবং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মদ খানের তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, জোরারগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল হাইসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সবশেষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় সালেক ক্রিকেট একাদশ এবং রানার্স আপ হয় মঞ্জুর ক্রিকেট একাদশ।