মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন পার করলো ১৪ বছর। ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার মঘাদিয়া ও মিঠানালা ইউনিয়নের ৫ টি ওয়ার্ডের অসহায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্বার’র পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম, উদ্যোক্তা সৈয়দ আহমদ, শিক্ষক ছালামত উল্যাহ, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সংগঠনের আজীবন সদস্য নুর উদ্দিন সেলিম, সাংবাদিক এম আনোয়ার হোসেন, দুর্বার শুভাকাঙ্খি অহিদুল ইসলাম রিপন, কামরুল চৌধুরী বাপ্পী, সংগঠনের সাবেক আহবায়ক আমিনুল ইসলাম, দুর্বার প্রতিষ্ঠাতা আশরাফ উদ্দীন, আবদুল্ল্যাহ, আরিফুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল ও অর্থ সম্পাদক সাজিদ উল্ল্যাহ প্রমুখ।
সংগঠনের সভাপতি রিপন কুমার দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ ও প্রাক্তন প্রচার-প্রকাশনা সম্পাদক তরিকুর রহমান বাবুর সঞ্চালনায় শীতের কম্বল বিতরণ কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন ও খান কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান সিআইপি।
প্রধান অতিথি মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম দুর্বারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম পরিচালনার জন্য উৎসাহ প্রদান করেন। অন্যান্য অতিথিরাও দুর্বারের সমাজসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সংগঠনের সার্বিক উন্নতির জন্য শুভকামনা জানান। সবশেষে রাতে দুর্বার’র সকল পর্যায়ের সদস্য, অতিথি ও শুভাকাঙ্খিদের নিয়ে ১৪তম বর্ষপূর্তি উৎসবের কেক কাটা হয়।
উল্লেখ্য, দুর্বার প্রগতি সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই উপজেলাব্যাপী মাদক নির্মূল, শিক্ষা বিনির্মাণ, বিতর্ক প্রতিযোগিতা, কৃষকদের ভাগ্যোন্নয়ন, বৃক্ষরোপণ, রক্তদান, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বন্যার্তদের সহযোগিতা, বন্যা পরবর্তী চারা রোপণসহ অসংখ্য স্বেচ্ছাসেবী সামাজিক কাজ করে আসছে।