মিরসরাইয়ে ৩ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার ১

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. আক্তার হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে বারইয়ারহাট-রামগড় সড়কের বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আক্তার হোসেন করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছত্তরুয়া এলাকার মোস্তফা বাড়ির মো. মোস্তফা কামালের ছেলে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, রোববার রাতে জোরারগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট-রামগড় সড়কে অভিযান চালিয়ে মো. আক্তার হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

ওসি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতার আক্তার হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-০৩ দায়ের করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version