মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে কম্বিং অপারেশনে ৬ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। এসব জালের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলার বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের বামনসুন্দর ঘাট এলাকায় কম্বিং অপারেশন পরিচালনার নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। এতে সহযোগিতা করেন কোস্ট গার্ডের সদস্যরা।
সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকারী বিশেষ কম্বিং অপারেশনে ৬ হাজার মিটার ৭ টি অবৈধ ফিক্সড নেট (স্থানীয় নাম চরঘেরা জাল) জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, এর আগে গত ২৭ জানুয়ারি বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের ডোমখালী ও সাহেরখালী ঘাট এলাকা থেকে ৫ হাজার মিটার ১০ টি অবৈধ স্থিরকৃত (স্থানীয় নাম চরঘেরা) জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।
মিরসরাইয়ে ৯ লাখ টাকার জাল পোড়ানো হলো
![](https://i0.wp.com/deshersangbad.com/wp-content/uploads/2025/01/Mirsarai-Ovijan-News-28.01.2025.jpg?fit=1024%2C648&ssl=1)