মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারইয়ারহাট বালিকা উচ্চ
বিদ্যালয়ের ৭ম বারের মত সভাপতি মনোনীত হলেন বারইয়ারহাট পৌরসভার
মেয়র রেজাউল করিম খোকন। দুই বছর মেয়াদী বিদ্যালয় পরিচালনা
কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হন প্রধান শিক্ষক এনামুল হক।
এছাড়া দাতা সদস্য মনোনীত হন ফরিদ উদ্দিন, অভিভাবক প্রতিনিধি
আরিফ উদ্দিন মাসুদ, বাসুদেব বণিক, শফিউল আজম, শ্যামল কান্তি
ঘোষ, সংরক্ষিত মহিলা অভিভাবক শিল্পী রায়, শিক্ষক প্রতিনিধি ইমাম
মেহেদী হাসান, মোমিনুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি
মায়মুনা পারভীন। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের
বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী সাক্ষরিত এক চিঠিতে ১১
সদস্যের দুই বছর মেয়াদী বিদ্যালয় পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন জানান, আমি
বিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার শুরু থেকে সর্বাতœক প্রচেষ্টা চালিয়েছি
বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, পড়ালেখার মানোন্নয়ন ও সহ-শিক্ষা
কার্য্যক্রমে যেন ছাত্রীরা মনোযোগী হয়। দিন দিন বিদ্যালয়টি সকল দিক
দিয়ে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। আমি আশা করছি সকল শিক্ষক,
অভিভাবক ও পরিচালনা পরিষদ যদি আমাকে সহযোগিতা করে তাহলে এই
বিদ্যালয়টিকে নারী শিক্ষার মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তোলা সম্ভব।