মিরসরাইয়ে চুরি হওয়া ট্রাকভর্তি পাইপ উদ্ধার

যার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।

মিরসরাই প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে চুরি
হওয়া ৬২ টি পাইপ উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ। বুধবার (৯
ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার সময় উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকার
মুক্তিযোদ্ধা প্রকল্পের পাশ থেকে এসব পাইপ উদ্ধার করে মিরসরাই থানা
পুলিশ। উদ্ধারকৃত পাইপের মধ্যে ৩৮ টি প্লাস্টিক, ১৮ টি লোহার ও ৬ টি
রাবারের। যার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বালু
উত্তোলনের কাজে ব্যবহৃত ঠিকাদারী ও সাপ্লাইয়ার্স প্রতিষ্ঠান পায়েল
এন্ড পাবেল এন্টারপ্রাইজের পাইপগুলো চুরি হয়ে যায়। যেখানে ৩৮ টি
প্লাস্টিক, ১৮ টি লোহার ও ৬ টি রাবারের পাইপ ছিল।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) সৈয়দ আহম্মদ জানান, বঙ্গবন্ধু
শেখ মুজিব শিল্পনগর থেকে পায়েল এন্ড পাবেল এন্টারপ্রাইজের চুরি
হওয়া ৬২ টি পাইপ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায়
মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version