Site icon দৈনিক দেশের সংবাদ deshersangbad.com

মিরসরাইয়ে পর্যটকবাহী মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা নিহত ১১ গেটম্যান আটক, ৫ সদস্যের তদন্ত কমিটি

এম আনোয়ার হোসেন, মিরসরাই
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী
মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে
আরো ৭ জন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। শুক্রবার (২৯ জুলাই)
দুপুর ১ টার দিকে মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের
খৈয়াছড়া ঝর্ণা রোড় এলাকায় রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
হতাহতদের সবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান
বাজারের খন্দকিয়ায়।
জানা যায়, মাইক্রোবাসে ১৮ যাত্রী ছিল। তারা খৈয়াছড়া ঝর্না দেখে
ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর
ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন
আরও ৭ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হতাহত ১৫ জনের পরিচয় সনাক্ত
দুর্ঘটনায় হতাহত ১৫ যাত্রীর পরিচয় মিলেছে। তারা সবাই হাটহাজারীর
আরএন্ডজে নামক একটি কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষক। এই ঘটনায়
ছাত্র-শিক্ষকসহ ১১ জনই ঘটনাস্থলে মারা যায়। এছাড়া আহত ৭ জনকে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৭ জন
হলেন মাইক্রোবাসের হেলপার তৌকিদ ইবনে শাওন (২০), একাদশ শ্রেণীর
শিক্ষার্থী মাহিম (১৮), তানভীর হাসান হৃদয় (১৮), ইমন (১৯), এসএসসি
পরীক্ষার্থী তছমির পাভেল (১৬), সৈকত (১৮), মাইক্রোবাস চালকের পরিচয়

জানা যায়নি। অন্যদিকে নিহত ১১ জনের মধ্যে ৯ জনের পরিচয় মিলেছে।
এরমধ্যে কোচিং সেন্টারের ৪ শিক্ষক জিসান, সজীব, রাকিব এবং
রেদোয়ান। এছাড়া কেএস নজু মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি
পরীক্ষার্থী হিশাম, আয়াত, মারুফ, তাসফির, হাসান।

Exit mobile version