মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৬ টার দিকে ঢাকা-খাগড়াছড়ি সড়কের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা ফরেস্ট অফিস চেক পোস্টের সামনে দাঁড়িয়ে থাকা খাগড়াছড়ি থেকে ঢাকাগামী ঝাড়ুবোঝাই ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৮-৩৩৮৫) ও তার সামনে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৮-৭২৮৫)’কে একই লেনে পেছন থেকে দ্রুতগামী ইটবোঝাই মিনি ট্রাক (চট্টগ্রাম-ড-১১-০১২২) সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক নিহত হয়। নিহত মিনি ট্রাক চালক জিয়াউল হক (৪০) করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফরেস্ট অফিস কাসেম মাজার এলাকার মৃত অলি আহমদের পুত্র এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী ও হেয়াকো বাজার ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জানান, ফরেস্ট অফিস চেক পোস্টে তল্লাশী চলাকালীন দাঁড়িয়ে থাকা ঝাড়ুবোঝাই ট্রাকের পিছনে দ্রুতগতির ইটবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঝাড়ুবোঝাই ট্রাকটি তার সামনে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মিনি ট্রাক ও ঝাড়ুবোঝাই ট্রাক দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালকের মৃত্যু হয় এবং ঝাড়ুবোঝাই ট্রাকের সহকারী আহত হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চালক জিয়াউল হকের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করার পর পুলিশের সাথে সমঝোতা করে রাত এগারোটা দিকে কাসেম মাজারের সামনে বড় কবরস্থানে দাফন করা হয়।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোনরকম মামলা দায়ের না করায় এবং মানবিক দৃষ্টিকোণ থেকে নিহত চালকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে সড়ক দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে রাখায় চলাচল স্বাভাবিক হয়।

Exit mobile version