মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে
মিরসরাই থানা পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার
সময় উপজেলার হাদিফকিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা
হয়। গ্রেফতারকৃতর নাম তৌহিদুল ইসলাম সাকিব (২৬)। সে পটিয়া
উপজেলার আশিয়া এলাকার গুন্নু শাহ বাড়ীর আবুল বশরের পুত্র।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার বলেন, গোপন
সংবাদের ভিত্তিতে উপজেলার হাদিফকিরহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের গাছবাড়িয়া ফকির বাড়ির সামনে যাত্রীবাহী বাস এস
আলম পরিবহণে তল্লাশী চালাই। এসময় আমাদের দেখে তৌহিদুল ইসলাম
সাকিব গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার
করে জিজ্ঞাসাবাদে তার প্যান্টের পকেট থেকে ১ হাজার ইয়াবা পাওয়া
যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।