মিরসরাইয়ে ১ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

চালিয়ে ১ হাজার ৫০ পিস

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০ পিস
ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ
থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী বাস
দাউদকান্দি এক্সপ্রেসে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিয়া পালং
ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পূর্ব মরিচ্যা পালং গ্রামের তৈয়বা খাতুন
প্রকাশ মনি আক্তার (৩০) ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার
কামলাবাজ গ্রামের রওশন বাচ্চুর পুত্র আরমান (৩২)। গ্রেফতারকৃতদের
বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর রবিবার (৬
ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান,
শনিবার বিকাল সোয়া তিনটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-
চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মধ্যম সোনাপাহাড় আমিনের
বাড়ির সামনে চেক পোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী দাউদকান্দি
পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার পঞ্চাশ পিস
ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার
আনুমানিক মূল্য ৩ লক্ষ ১৫ হাজার টাকা।

Exit mobile version