মিরসরাই মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়ার উদ্বোধন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই থানার সেকেন্ড অফিসার শহীদুল্লাহ মামুন।

ওইদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়া উদ্দিন এবং একরামুল হকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক কবি ও সাহিত্যিক সাইফুদ্দীন মীর শাহীন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, তিনদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে অংক দৌড়, চেয়ার খেলা, মোরগ লড়াই, লং জাম্প, মনের মতো সাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Exit mobile version