মিরসরাই স্টডেন্টস্ এসোসিয়েশন চবি’র কমিটি ঘোষনা, সভাপতি আতিক; সম্পাদক জয়নাল

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন মিরসরাই স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৪-২৫ বর্ষের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়নাল উদ্দিন। রোববার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুতে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ডক্টর হেলাল নিজামী এই কমিটি ঘোষণা করেন।
এসময় সভাপতির বক্তব্যে জিল্লুর রহমান অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া নতুন কমিটির সদস্যদের সাংগঠনিক কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে চালিয়ে যেতে আহবান করেন। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষ্টা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাবুদ্দিন নিপু, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কামরুল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তায়িন বিল্লাহসহ সংগঠনের সদস্যবৃন্দ।

Exit mobile version