মু‌ক্তিযুদ্ধ কোন একক দ‌লের নয়: মুহাম্মদ আব্দুল জব্বার

# জামা‌য়াত ইসলা‌মি বাংলা‌দে‌শের কর্মীসভা অনু‌ষ্ঠিত
নিজস্ব প্রতি‌বেদক: আস‌ছে ৭ ফেব্রুয়ারি আমীরে জামায়াতের জনসভাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেল তিনটায় ভোলাইল ঈদগাহ মাঠে এ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।
প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে জামা‌য়াত ইসলা‌মি বাংলা‌দে‌শের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মুহাম্মদ আব্দুল জব্বার ব‌লেন, এ‌দে‌শের সিংহভাগ মানুষ‌কে তারা মু‌ক্তিযু‌দ্ধের বিপ‌ক্ষে দাঁড় ক‌রি‌য়ে‌ছি‌লো ।নারায়ে তাক‌বির আল্লাহু আকবার স্লোগা‌নে উজ্জী‌বিত হ‌য়ে সেসময় অ‌ধিকাংশ মানুষ পা‌কিস্তা‌নি হানাদার বা‌হিনীর বিরু‌দ্ধে লড়াই সংগ্রা‌মে অবতীর্ন হ‌য়ে‌ছি‌লো। এই মু‌ক্তিযুদ্ধ কোন একক দ‌লের নয়, একক ব‌্যক্তির সম্প‌ত্তি ছিলনা কিন্তু বিগত সম‌য়ে ফ‌্যা‌সিস্ট কায়দায় তারা বাংলাদে‌শের মু‌ক্তিযুদ্ধ‌কে একক ভা‌বে ছিনতাই ক‌রে‌ছি‌লো। এই স্বা‌ধিনতার বিজ‌য়ের এ‌কেক ক‌রে ৫৩  বছর চ‌লে গে‌লো এখা‌নে শুধু কম্বল চু‌রির ঘটনা ঘ‌টে নাই। এখা‌নে শুধু সন্ত্রা‌সের ঘটনা ঘ‌টে নাই, এখা‌নে শুধু দুর্নী‌তির ঘটনা ঘ‌টে নাই, বিগত ১৪ বছর সম‌য়ে বাংলা‌দে‌শের দেশ প্রেমিক লোক‌দের উপর এ‌তো জুলুম নির্যাতন তারা চা‌লি‌য়ে‌ছি‌লো তারা আক্ষ‌রিকভা‌বে বাংলা‌দেশ‌কে পঙ্গু বা‌নি‌য়ে দি‌য়ে‌ছি‌লে।
থানা আমীর অ্যাডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কর্ম পরিষদের সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির ও মোহাম্মদ জাকির হোসেন। বক্তব্য রাখেন ডা: নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবদুল আজিজ, থানা সেক্রেটারি জনাব মোহাম্মদ সাইদুর রহমান, বশিরুল হক, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
Exit mobile version