মেঘনার জোয়ারে ডুবলো পাথরবোঝাই জাহাজ

জাহাজটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে মক্কা-মদিনা নামে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। শনিবার (২১ মে) দুপুরে নলচিরা ইউনিয়নের পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। হাতিয়া নৌ-পুলিশের সহযোগিতায় জাহাজটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মো. শরীফ উদ্দিন জানান, নলচিরা ইউনিয়নের পাশে মেঘনা নদীতে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা লোকজন তীরে উঠে আসায় কোনও হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি।

জাহাজের চালক সুমন মিয়া জানান, এমবি মক্কা-মদিনা নামে জাহাজটি সিলেট থেকে পাথরবোঝাই করে সন্দ্বীপ যাচ্ছিলো। সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে নলচিরার পাশে ঘাটে ভেড়ানোর চেষ্টা করছিলেন। বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ডুবে যায়। পরে তিনিসহ জাহাজে থাকা সাত স্টাফ সাঁতরে তীরে ওঠেন।

হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, অধিক জোয়ারের ফলে নদীতে পানি বেড়ে যাওয়ায় জাহাজটি ডুবে যায়। ভাটায় পানি কমে গেলে জাহাজটি উদ্ধারের চেষ্টা করা হবে।

Exit mobile version