মেটা ও ব্র্যাক ‘ডিজিটাল অঙ্গনে নারী ও তরুণদের ক্ষমতায়ন’ শীর্ষক অনুষ্ঠান

লাদেশের নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা করতে অংশীদার নিয়ে কাজ করছে ফেসবুকের মূল কোম্পানি মেটা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেটা ও ব্র্যাক ‘ডিজিটাল অঙ্গনে নারী ও তরুণদের ক্ষমতায়ন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জানানো হয়, মেটা, মেটার অংশীদার এবং ব্র্যাক পরিচালিত প্রোগ্রামে এখন পর্যন্ত ৫ লাখ অংশগ্রহণকারী অনলাইন নিরাপত্তা, প্রাইভেসি টুল ও ভুল তথ্য মোকাবিলা সম্পর্কে প্রশিক্ষণ পেয়েছেন।

প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশই ছিলেন নারী। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের সাহায্যে প্রায় ১ কোটি নারী ও তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ও সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা পেয়েছেন। কার্যকারিতা-পর্যালোচনা থেকে দেখা যায়, ট্রেনিং প্রোগ্রাম শুরুর আগে যেখানে অংশগ্রহণকারীর ৬২ শতাংশ জানতেন যে, কীভাবে একটি ইতিবাচক ডিজিটাল ফুটপ্রিন্ট বজায় রাখতে হয়, সেখানে বর্তমানে ৯৮ শতাংশ অংশগ্রহণকারীই বলেছেন, তাঁরা এখন এ ব্যাপারে জানেন। অনুষ্ঠানে মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পলিসি প্রোগ্রামস ডিরেক্টর বেথ অ্যান লিম, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রাম ডিরেক্টর নবনীতা চৌধুরী বক্তব্য দেন।

Exit mobile version