মেয়েরা ছেলেদের দেখলে বার বার ওড়না ঠিক করে কেন?

আচ্ছা মাছি কি শুধু কানের কাছে এসে ভনভন করে.???
না..!!
মাছি সবসময়ই ভনভন করে, কিন্তু কানের আসলেই আমরা শুনতে পাই বিধায় কথায় কথায় বলি “মাছি কানের কাছে এসে ভনভন করে..”
ঠিক তেমনি মেয়েরাও সবসময় ওড়না ঠিক করে, আপনার চোখে পরে বিধায় আপনি ভাবছেন ওরা ছেলেদের দেখলে ওড়না ঠিক করে.!
আর আপনি খেয়াল করলে বুঝবেন যে বেশিরভাগ মেয়েরা ওড়নার সাথে পিন ইউজ করে না.তাই তাদের ওড়না একটু এদিক সেদিক হয়ে যায়।আর যখনি ওড়না একটু এলোমেলো হয়ে যায় তখনি মানুষরুপী কিছু অপদার্থ মেয়েদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে.!
আর এধরনের অপদার্থদের হাত থেকে নিজেদের শরীরের বিশেষ অঙ্গ গুলোকে লোভাতুর দৃষ্টি থেকে হেফাজত করতেই মেয়েরা তৎক্ষণাৎ ওড়না ঠিক করে..!
আশাকরি বুঝাতে পেরেছি!

Exit mobile version