মেয়েকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপর ইউনিয়নে দক্ষিণ তাউসারা বেলতা বানদিঘী গ্রামের সুলতান শাহ্’র বিদেশ ফেরত মেয়ে মৌসুমি সুলতানা (২৪) কে অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে নিজ মেয়েকে পুলিশের হাতে ধরিয়ে দিলেন বাবা।

গত শুক্রবার ( ০৩ ডিসেম্বর) রাতে উপজেলার তাউসারা বেলতা বানদিঘী গ্রামে ঘটনাটি ঘটে।

ওই মেয়ের বাবা ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, মৌসুমি সুলতানা দীর্ঘদিন যাবত মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সে গত নভেম্বর মাসে দেশে ফিরে। বাড়িতে আসার পর থেকে বিদেশি স্টাইলে বেপরোয়া চলাফেরা ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। ওই মেয়ে এলাকার বিভিন্ন বয়সী ছেলেদের সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় এবং এক সময় মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে বারবার নিষেধ করলে তার সহযোগীদের নিয়ে মা এবং বাবাকে মারধর করে। এমন ঘটনায় অতিষ্ঠ হয়ে তার বাবা থানায় অভিযোগ করেন।

এ ঘটনায় ক্ষেতলাল থানা পুলিশের ওসি (তদন্ত) শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তার নিজ শয়ন কক্ষ থেকে একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল সহ আপত্তিকর অবস্থায় উপজেলার বারোইল নয়াপাড়া গ্রামের মেহের আলী মন্ডলের ছেলে তোরাব উদ্দিন মন্ডল (৩৫) ও মৌসুমী সুলতানাকে আটক করে পুলিশ।

এ বিষয়ে অভিযুক্ত মৌসুমি সুলতানা আরটিভি নিউজকে বলেন, বিদেশ থেকে দেশে ফেরার পর তোরাব উদ্দিন মন্ডলকে গোপনে বিয়ে করি। আমার বাবার সঙ্গে ঝগড়া হওয়ার কারণে তিনি থানায় মিথ্যে অভিযোগ করেন।

ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) শাহ আলম আরটিভি নিউজকে জানিয়েছেন, মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাদের দু’জনকে হাতেনাতে আটক করা হয়েছে। বিয়ের বৈধ প্রমাণ না থাকা তাদের পেনাল কোডে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।rtvonline.com

Exit mobile version