মোটরসাইকেল দুর্ঘটনায় পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রান হারিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো.আবু হানিফ(৪৫)।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে বরিশাল মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানাযায়, মোহাম্মদ আবু হানিফ মোটর সাইকেল যোগে দুমকী থেকে বরিশাল যাওয়ার পথে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় হাইওয়ে রাস্তার পার্শ্বে গাছ ভর্তি থামানো ট্রাকের উপর আছড়ে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

নিহত মোহম্মদ আবু হানিফ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধার ছেলে। তিনি পটুয়াখালী জেলা রোভার স্কাউটের সদস্য সচিব  ও দুমকী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব  ছিলেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় পবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা শেষে দশমিনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর মৃত্যুতে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ও দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহীন মাহমুদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুমকি উপজেলা শাখা শোক বার্তা জানিয়েছেন।

##

Exit mobile version