মোরেলগঞ্জ এসিলাহা স্কুলে গ্রীল কেটে চুরি

এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে

এস.এম.  সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অফিস কক্ষের গ্রীল কেটে তিনটি ষ্টীলের আলমিরা ভেঙে কাগজপত্র তছনছ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক হাওলাদার জানান, অফিস কক্ষ থেকে কম্পিউটার, ল্যাপটপ, সিসি ক্যামেরার মনিটর কোন কিছুই চোরেরা নেয়নি। অতি গুরুত্বপূর্ণ কোন কাগজ পত্র চুরি হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানার এসআই প্রসেনজিৎ বলেন, নাইট গার্ডের সাক্ষ্য নেয়া হয়েছে। তদন্ত ছাড়া কিছইু বলা যাচ্ছে না। তবে বিষয়টি রহস্যজনক বলে অনেকে মনে করেন ।  ##

Exit mobile version