যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে দিনাজপুরবাসীর সার্বিক আন্দোলনের কেন্দ্রভূমি দিনাজপুর ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করছে

দিনাজপুর ইনস্টিটিউটের বার্ষিক সাধারন সভায় আব্দুস সামাদ

স্টাফ রিপোর্টার ॥ ১৬ নভেম্বর শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের ৩১তম বার্ষিক সাধারন সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে ইনস্টিটিউট কার্যালয়ে।
দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে ৩২তম সাধারন সভার প্রতিবেদন পাঠ করেন ইনস্টিটিউটের সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী’র পক্ষে সদস্য বাবু সত্য গোপাল দাস। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকসেদ আলী মঙ্গলিয়া। স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক সাধারন সভা উপ-কমিটির আহবায়ক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন ইনস্টিটিউটের সহ-সভাপতি প্রকৌশলী মহিউদ্দিন আলমগীর। ৩০তম বার্ষিক সাধারন সভার কার্যবিবরণী পাঠ করেন সদস্য কামরুজ্জামান লাইজু। আগামী বছরের বাজেট উপস্থাপনা করেন নির্বাহী সদস্য অশোক কুমার কুন্ডু। গঠনতন্ত্র সংশোধনীর উপর আলোচ্য সূচী তুলে বক্তভ্য রাখেন সভাপতি আব্দুস সামাদ। প্রতিবেদন দুটির উপর মুক্ত আলোচনা করেন আজীবন সদস্য ও সাধারন সদস্য স্বরূপ বকশী বাচ্চু, মোঃ নাজমুল হক, আবু জাহিদ মোঃ সারোয়ারুল ইসলাম (ক্লিপ্টন), শামীম কবীর অপু, সত্য গোপাল দাস, মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক সরদার শফিকুল আলম বুলবুল, শামীম কবীর। উপস্থিত সদস্যরা বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে প্রতিবেদন দুটিকে হাত তুলে এবং কন্ঠ ভোটের মাধ্যমে অনুমোদন প্রদান করেন। সভার শুরুতে দিনাজপুর ইনস্টিটিউটের ৩২তম বার্ষিক সাধারন সভায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ব্য্ডা পার্টির শব্দের তালে তালে উদ্বোধন করেন দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদসহ সদস্যবৃন্দ। সভাপতির বক্তব্যে আব্দুস সমাদ বলেন, যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে দিনাজপুরবাসীর সার্বিক আন্দোলনের কেন্দ্রভূমি দিনাজপুর ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে আমাদের আর্থিক দৈনতা দেখা দিয়েছে। আমাদের আর্থিক দৈনতা ও বিভিন্ন কারণে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা আর্থিক সংকট কাটিয়ে উঠার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা জেলা পর্যায়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও গুণিজন সংবর্ধনা এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এই প্রতিষ্ঠানকে সংযুক্ত করেছি। আমরা অবিলম্বে দিনাজপুর ইনস্টিটিউটকে বহুতল বিশিষ্ট ভবন ও স্বাধীনতা-৫২ ভাষা তোরণ নামক দুইটি তোরণের ভিত্তি প্রস্তর স্থাপন করতে যাচ্ছি। সদস্যদের সার্বিক সহযোগিতা পেলে দিনাজপুর ইনস্টিটিউট এর মূলনীতি আদর্শকে সামনে রেখে মানবতার সেবায় একটি পূর্ণাঙ্গ মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর ইনস্টিটিউটের অভ্যন্তরিন হিসাব পরীক্ষক আতিকুর রহমান নিউ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সহ-সাধারন সম্পাদক খন্দকার আরিফুজ্জামান (নাঈম)। সাধারন সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক আমিনুল হক, সামসুল আলম, সহ সাধারন সম্পাদক সামসুজ্জাবান চৌধুরী বাবু।

Exit mobile version