রংপুরে তরুণদের নিয়ে তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশীপ ট্রেনিং সমাপ্ত

বেরোবি প্রতিনিধি;সাজ্জাদুর রহমান
প্রত্যয়ী তারুণ্য, সম্প্রীতির বাংলাদেশ-এই স্লোগানকে সামনে রেখে, স্বেচ্ছাব্রতী তরুণদের নেতৃত্বে সম্প্রীতিপূর্ণ, মর্যাদাবান ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ সৃষ্টির সামাজিক আন্দোলন গড়ে তুলার লক্ষে, রংপুরের তরুণ ছাত্র ছাত্রীদের নিয়ে বৃহস্পতিবার,  শুক্রবার ও শনিবার  (২৯,৩০,৩১এপ্রিল) শহরের রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে ৩ দিনব্যাপী ইয়ুথ  লিডারশীপ ট্রেনিং সম্পন্ন হয়।
তরুণ নেতৃত্বের বিকাশের লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট,  ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের আয়োজনে এবং  ইউকে এইড ও চার্চ অফ ইংল্যান্ড এর সহযোগিতায় এই ৩ দিন ব্যাপী ইয়ুথ লিডারশীপ ট্রেনিং। সমগ্র রংপুর এর সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ৩০জন তরুণদের নিয়ে এই প্রশিক্ষণ শুরু হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন Azharul Islam Dulal sir(Associate Professor, Begum rokeya college rangpur),রাজেশ দে রাজু(আঞ্চলিক সমন্বয়কারী, দি হাঙ্গার প্রজেক্ট) সহ অন্যান্য অতিথিবিন্দ উপস্থিত ছিলেন।
এই সংগঠনের প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তরুণ নেতৃত্বের বিকাশকে আরো বেগবান করার উদ্দেশ্যে ফ্যাসিলিটেটর হিসেবে যুক্ত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর  এসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান সজল, ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর অঞ্চলের সাবেক আঞ্চলিক সমন্বয়কারী তারিফ-উল ইসলাম তানিন।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলার সমন্বয়কারী নুসরাত নওশীন বুশরা,যুগ্ম জেলা সমন্বয়কারী হাসান আলী, প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক (বিজ্ঞান ইউনিট) নূর আফসানা মাহজাবিন, মো:ইশতিয়াক (সমন্বয়কারী TTC Unit)এবং হারমোনি ইউনিটের সমন্বয়কারী রাহী রহমান।
এই ট্রেনিং এ তরুণদের মাঝে নাগরিক, সামাজিক দায়বদ্ধতা, ঘৃণা, দ্বন্দ্ব, সহিংসতা, ধর্মীয় সম্প্রীতি,সামাজিক সম্প্রতি, নেতৃত্ব সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Exit mobile version