রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ,রংপুর সিটি কর্পোরেশন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমুহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন। গতকাল রবিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষ্যে ডিসি মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ ও শ্রদ্ধা জানানো শেষে রংপুর সিটি কর্পোরেশন মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমরা এখনো বঙ্গবন্ধুর আকাক্সক্ষার কাছাকাছি পৌঁছাতে পারিনি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা এখনো করতে পারিনি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করলেই বঙ্গবন্ধুকে প্রকৃতভাবে স্মরণ করা হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। এ সময় তিনি দায়িত্ব সঠিকভাবে পালন করে দুর্নীতিমুক্ত থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করার আহ্বান জানান। সিটি মেয়র আরও বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বিনির্মাণের, একটা দুর্নীতিমুক্ত দেশ গঠনের। পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তুলনা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা করা উচিত। আগামী প্রজন্মের জন্য সেটা করতে হবে। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মো.মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, এসপি ফেরদৌস আলী চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। পরে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এছাড়াও নানা আয়োজন ছিল।