রংপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকা

রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলায় নব বিবাহিত এক প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে এক কলেজছাত্রী। ঘটনাটি মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শালাইপুর শালমারাটারি গ্রামে। প্রেমিক ওয়ারেস আলী (২৮) উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শালাইপুর শালমারাটারি গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। অনশনে বসা কলেজছাত্রী ওয়ারেস আলীর চাচাতো বোন। ওই ছাত্রী বলেন, গত ১৭ জুলাই সোমবার কৌশলে একই উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর গ্রামের আব্দুল জলিলের মেয়েকেগোপনে বিয়ে হয় ওয়ারেস আলীর। গত ১৮ জুলাই মঙ্গলবার মধ্যরাতে তিনি ও তার বাবা আফসার আলী জানতে পারেন তাদের সঙ্গে প্রতারণা করে ওয়ারেস আলী অন্য কোথাও বিয়ে করেছে। এরপর মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে ওয়ারেস আলীর বাড়িতে গিয়ে উঠেন তিনি। বিয়ের দাবিতে অনশনরত ওই ছাত্রীর দাবি, ওয়ারেস আলী স¤পর্কে তার জ্যাঠাত ভাই। এ সুবাধে ওয়াসেরের সঙ্গে তার প্রেমের স¤পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে ওয়ারেস তার সঙ্গে একাধিকবার শারীরিক স¤পর্ক জড়ায় ও গর্ভপাত ঘটায়। ওয়ারেস আলীর বাবা আফসার আলী বলেন, ছেলেকে করে বিয়ে করানো হয়েছে। তাদের মধ্যে প্রেমের স¤পর্ক আছে সেটা জানা ছিল না। ইউপি সদস্য ছালাম বলেন, ওয়ারেস আগেও একটি মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করেনি। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলছে। আবার আরেকটি মেয়ের জীবন নষ্ট করে অন্য জায়গায় বিয়ে করেছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version