রংপুর বিভাগীয় প্রতিনিধি: এইচএসসি পরীক্ষায় রংপুরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বেশিরভাগের পাসের হার শতকরা ৯০ ভাগের উপরে। শ্রেণিকক্ষে শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান, শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা ও অধ্যবসায়ের কারণে ভাল ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধানগণ। গতকাল রবিবার দুপুরে ফলাফল প্রকাশের পর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দ ও উল্লাস করতে দেখা যায়। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, রংপুর ক্যাডেট কলেজে থেকে ৫২ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৫১ জন জিপিএ-৫ পেয়েছে। রংপুর সরকারি কলেজে ১ হাজার ১৮০ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেন ১ হাজার ১৩২ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২৪ জন। শতকরা পাসের হার শতকরা ৯৬ ভাগ। রংপুর কারমাইকেল কলেজের ৮৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৫৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৬৬ জন। পাসের হার শতকরা ৮৮ ভাগ। রংপুর সরকারি সিটি কলেজের ১৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন এবং পাসের হার শতকরা ৯৫ ভাগ। বেগম রোকেয়া সরকারি কলেজের ৮০০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৪১ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৫ জন এবং পাসের হার শতকরা ৯৩ ভাগ। রংপুর ক্যান্টপাবলিক স্কুল এ্যান্ড কলেজের ৯৫৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭০ জন এবং পাসের হার শতকরা ৯৯ ভাগ। মিলিনিয়াম স্টারস স্কুল এ্যান্ড কলেজের ১৩৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের ৭৭৬ পরীক্ষার মধ্যে ৭৭৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৬০ জন। বর্ডার গার্ড পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ২৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪জন এবং পাসের হার শতকরা ৯৭ ভাগ। রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোশাররফ হোসেন বলেন, কলেজের প্রত্যেক শিক্ষকবৃন্দ আন্তরিকতার সাথে ক্লাসে পাঠদান করেন। শিক্ষার্থীরাও মনোযোগ সহকারে ক্লাস করে। প্রতিষ্ঠানে শৃঙ্খলা, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের প্রচেষ্টার কারণে ভাল ফলাফল অর্জন ধরে রাখা সম্ভব হয়েছে।
রংপুরে শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রত্যাশিত ফলাফল
-
by admin
- Categories: রংপুর বিভাগ, শিক্ষা
Related Content
পলাশবাড়ীতে জামায়াত ও অঙ্গ সংগঠনের ৪ কর্মী বহিস্কার!
by admin ৩১/০১/২০২৫
দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন ---
by admin ৩১/০১/২০২৫
দিনাজপুর ১৩ মাইল গড়েয়া হাট শ্রমকল্যাণ উপকমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
by admin ৩০/০১/২০২৫
পার্বতীপুরে মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-১
by admin ৩০/০১/২০২৫