রংপুর বিভাগীয় প্রতিনিধি: চলতি ২০২২-২৩ অর্থবছরে রংপুর অঞ্চলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮৩ কোটি টাকা। ডিসেম্বর মাস পর্যন্ত আদায় হয়েছে ৩৩২ কোটি টাকা। যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি। গত অর্থবছরে রংপুর অঞ্চলে রাজস্ব আদায় হয়েছিল ৬৯৫ কোটি টাকা। গত ২৬ জানুয়ারি বৃহ¯পতিবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর আঞ্চলিক কার্যালয়ের কমিশনার সুরেন্দ্র কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুরের উন্নয়নে ব্যবসায়ীদের অবদান রয়েছে। দেশের অন্যান্য জেলার চেয়ে এখানকার ব্যবসায়ীরা ভ্যাট ও ট্যাক্স প্রদানের ক্ষেত্রে এগিয়ে আছে। রাজস্ব প্রদানের হিসেব কষলে আমরা কাক্সিক্ষত উন্নয়নের জন্য কাঙ্খিত বরাদ্দ পাচ্ছি না। সমউন্নয়ন নিশ্চিত করতে হলে রংপুরে উন্নয়ন বরাদ্দ বাড়াতে হবে। আলোচনা সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, রংপুর অঞ্চলের ব্যবসার ধরণ অনুযায়ী ব্যবসায়ীবান্ধব ভ্যাট ও কর নীতির বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় আরও বাড়বে। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণেও আরও বেশি দায়িত্বশীল হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. ফজলুল কবীর, রংপুর কর অঞ্চলের কমিশনার শাহীন আক্তার হোসেন, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান প্রমুখ।
রংপুরে ৬ মাসে রাজস্ব আদায় ৩৩২ কোটি
-
by admin
- Categories: জাতীয়, বিশেষ সংবাদ, রাজশাহী বিভাগ
Related Content
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে
by admin মার্চ ১৫, ২০২৫
গুতেরেসের সঙ্গে কেন বৈঠক, ‘আমি ঠিক বুঝিনি’: ফখরুল
by admin মার্চ ১৫, ২০২৫
যৌথ সংবাদ সম্মেলনে গুতেরেস বাংলাদেশের সন্ধিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ
by admin মার্চ ১৫, ২০২৫
যে কোনো সংকটে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা জাতিসংঘের
by admin মার্চ ১৫, ২০২৫
গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব
by admin মার্চ ১৫, ২০২৫
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত গুতেরেসের
by admin মার্চ ১৫, ২০২৫