রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের ধর্মপুর গ্রামে বিশ^ খাদ্য দিবস ২০২৪ উপলক্ষে নারী উন্নয়ন বৈচিত্র্যময় খাদ্য মেলা ও মতবিনিময়

রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের ধর্মপুর গ্রামে বিশ^ খাদ্য দিবস ২০২৪ উপলক্ষে বিল ধর্মপুর নারী উন্নয়ন সংগঠণ ও বারসিকের যৌথ আয়োজনে “টেকসই জীবন ও ভবিষতের জন্য খাদ্য অধিকার নিশ্চিত কর” প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনের সভাপতি মোসাঃ সেফালি বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোসাঃ শাহেদা বেগমের সঞ্চলনায় মাহমুদার খাতুনের মডেল শতবাড়িতে বৈচিত্র্যময় খাদ্য মেলা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। দিনব্যাপী আটটি গ্রামের নারীদের অংশগ্রহনে তাদের খাদ্য তালিকায় তারা যেসব খাবার উৎপাদন ও গ্রহণ করেন সেগুলো তাদের বাড়ি থেকে নিয়ে এসে উপস্থাপন করেন। তাদের নিজের উৎপাদিত বিষমুক্ত খাবার দিয়ে তারা নিজেই রান্না করে দুপুরের খাবার গ্রহণ করেন। এছাড়া মতবিনিময় সভার তাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় গুরুপ্তসাহকারে বিষমুক্ত নিারাপদ পরিবেশ বান্ধব কৃষি চর্চার মাধ্যমে দেশীয় শাক-সবজি উৎপাদন এবং বীজ সংরক্ষণের অঙ্গিকার ব্যপ্ত করেন। মতবিনিময় সভায় নিরাপদ পুষ্টিসমৃদ্ধ পরিবেশ বান্ধব খাদ্য উৎপাদন ও ভোগ বিষয়ে আলোচনা করেন পবা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা  মোঃ আব্দুল রাজ্জাক, বারসিকের হিসাব ও ব্যবস্থাপনা কর্মকর্তা উপেন রবিদাস, সহযোগি কর্মসূচি কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, কমিউনিটি ফেসিলেটন মোসাঃ সুলতানা খাতুন। আলোচনা শেষে অংশগ্রহণকারী সবার মধ্যে দেশীয় শাক-সবজি ও বীজ বিনিময় করা হয়।

Exit mobile version