মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে রাতের আঁধারে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অভিযোগে ড্রাম্পার ট্রাকের চালক ও সহকারিকে ভ্রাম্যমাণ আদালতে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী ব্রিজের উত্তর পাশে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
এসময় মাটি ভর্তি একটি ড্রাম্পার ট্রাক হাতেনাতে ধরার পর গাড়ির চালক শহীদুল ইসলামকে (৩২) ১ মাস এবং চালকের সহকারি মেহেদী হাসানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। শহীদুল ইসলাম উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের সামনেরখিল ঘেড়ামারা এলাকার আহছান উল্ল্যাহর ছেলে ও মেহেদী হাসান একই ইউনিয়নের নতুন পাড়া গ্রামের বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে গাড়ির চালক শহীদুল ইসলামকে ১ মাস এবং চালকের সহকারি মেহেদী হাসানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।