বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধার পলাশবাড়ীতে রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্খিত পলাশবাড়ী উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন।
জানা যায়, পলাশবাড়ী উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মোট ১১ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭ জন। বাকি ৪ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩ জন করে, সহ সাধারণ সম্পাদক পদে ২ জন এবং ক্রীড়া সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ব্যবসায়ী ভোটার সংখ্যা মোট ১২২২ জন।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু করে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
৫ সদস্যের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের নিকট নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার মাহমুদ হাসান জানান নির্বাচনের সকল প্রস্তুতি আমরা গ্রহন করেছি। সকল ভোটারের অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাররা তাদের
ভোটাধীকার প্রয়োগ করতে পারবেন বলেও জানান তিনি।