রাবিতে ১০ দিনব্যাপী ক্রীড়া উৎসব শুরু

রাবি প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১০ দিনব্যাপী ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় শেখ কামাল স্টেডিয়ামে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এ উৎসব উদ্বোধন করেন।
উদ্বোধনে বেলুন ও কবুতর উড়িয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল হল ও জাতীয় পতাকা উত্তলন করা হয়। পরে শাহ্ মখদুম ও হাবিবুর রহমান হলের হ্যান্ডবলের মধ্য দিয়ে ক্রীড়া উৎসব শুরু হয়।
এসময় রাকসু-র কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের সকল হল প্রাধ্যক্ষসহ ক্রীড়া প্রতিযোগীরা।
এবারের ক্রীড়া উৎসবে এ্যাথলেটিকস, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল ও বাস্কেটবলের ১১৪টি ইভেন্টে ১৭টি দলের প্রায় ৮০০ জন প্রতিযোগী অংশ নিবে।
Exit mobile version