প্রেস বিজ্ঞপ্তি
১। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ^াস অর্জন করতে সক্ষম হয়েছে।
২। গত ১৩ মার্চ ২০২২ তারিখে র্যাব-৭ কর্তৃক পৃথক ০৩টি অভিযানে আনুমানিক ৮ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলোঃ
ক। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে চট্টগ্রাম এর উদ্দেশ্যে গমন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৩ মার্চ ২০২২ ইং তারিখ ২৩১০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশী শুরু করে। তল্লাশী কালে একজন ব্যক্তি পিকআপ থেকে নেমে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্ঠাকালে র্যাব সদস্যরা আসামী মোঃ রাশেদ মিয়া (২৫), পিতা-মাজনু মিয়া, সাং- রানিয়ার মধ্যপাড়া, থানা-কসবা,জেলা- ব্রাহ্মনবাড়ীয়া’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য ও সনাক্ত মতে পিকআপের চালকের সীটের নিচে বিশেষ কৌশলে ০২টি বস্তার ভিতর হতে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ আসামী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, সে দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ফেনীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে।
খ। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আলী বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৩ মার্চ ২০২২ ইং তারিখ ১৬৪০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আাসামী মোঃ মিজান (৪০), পিতা- মৃত হাজী বজলু মিয়া, সাং-কইচ্ছুটি, থানা-চৌদ্দগ্রাম,জেলা- কুমিল্লা’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর নিজ হেফাজতে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে ৬৯ বোতল বিদেশী মদ, ০৭ বিয়ার ক্যান এবং ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, সে কুমিল্লা জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে।
গ। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায় ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন হিছাছড়া এলাকার একটি পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দ্যেশে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৩ মার্চ ২০২২ ইং তারিখ ২০৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আনোয়ার হোসেন (৪৩), পিতা-নূরুল ইসলাম, সাং- দক্ষিণ মটুয়া থানা-ছাগলনাইয়া, জেলা- ফেনী’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা দুইটি বস্তার ভিতর হতে ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ আসামী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, সে দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ফেনীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে।
৩। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।