লক্ষ্মীপুরে ধরাছোঁয়ার বাইরে সাজাপ্রাপ্ত ১৭২১ আসামি

জনপ্রতিনিধিদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ

লক্ষ্মীপুর বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এক হাজার ৭২১ জন আসামি ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এ আসামিদের দ্রুত গ্রেফতার করতে শিগগিরই অভিযানে নামবে পুলিশ।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফারসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

সভায় জেলায় অবৈধভাবে গড়ে উঠা ডায়াগনস্টিক সেন্টার ও ইটভাটা বন্ধ, ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা, যানবাহনের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চলাচল করতে না দেওয়া, ভ্রাম্যমাণ আদালতে অভিযান আরও জোরদার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া গ্রাম্য আদালতে মামলা ও নাগরিক সমস্যার সমাধানে জনপ্রতিনিধিদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

জানতে চাইলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল জানিয়েছেন, হত্যাসহ বিভিন্ন বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত এক হাজার ৭২১ আসামি অধরা রয়েছে। আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তারা অপরাধীদের গ্রেফতারসহ মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করে প্রশাসনের কঠোর তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন।

Exit mobile version