সুলতানা মাসুমা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি কমলনগরে অতিবৃষ্টি ও বন্যার পানি মিলিত হয়ে বেশ কিছু গ্রাম পানিতে ডুবে যায়। পানি বন্দি হয়ে পড়েন হাজার হাজার মানুষ। ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে পরিবার নিয়ে এক কাপড়ে উঠে এসেছেন তারা। নেই রান্না করার কোন ব্যবস্থা।
রামগতির চর আলেকজান্ডার ইউনিয়ন, চর পোড়াগাছা ইউনিয়ন , চর আলগি ইউনিয়ন, কমলনগরের চর কাদিরা ইউনিয়ন, চর মার্টিন ইউনিয়ন, চর ফলকন ইউনিয়ন, পাটারির হাট, ইউনিয়ন এর হাজার হাজার গ্রামবাসী পানি বন্দি জীবনযাপন করছেন। ঘর বাড়ি ছেড়ে পরিবার পরিজন সহ আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন।
লক্ষ্মীপুর-৪ রামগতি কমলনগরের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান গত ২১ (আগষ্ট) থেকে রামগতি কমলনগর উপজেলার বন্য কবলিত মানুষের জন্য প্রতিদিন প্রায় সাড়ে ছয় হাজার মানুষের জন্য রান্না করা খিচুড়ি, শুকনা খাবার, চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ এবং নগদ অর্থ দিয়ে সহয়তা করে আসছেন। এটি রামগতি কমলনগর উপজেলা বিএনপির চলমান কার্জক্রম। এবিএম আশরাফ উদ্দিন নিজান এর তত্ত্বাবধান ও নেতৃত্বে এ চলমান কার্জক্রম পরিচালনা করছেন রামগতি কমলনগর উপজেলা বিএনপি। বন্যা কবলিত এলাকা ঘুরে ঘুরে কখনও হাটু অব্দি কখনও বুক সামান পানিতে ভেলায়, ছোট নৌকায় ভেসে যাওয়া মানুষের সঙ্গে দেখা করছেন তিনি।
আজ ২৯ (আগষ্ট) কমলনগরের প্রায় পাঁচ হাজার পানি বন্দি মানুষের জন্য রান্না করে খিচুড়ি, শুকনা খারাব ও নগদ অর্থ প্রদান করেন। একই সময় রামগতি উপজেলার বিভিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নে সাড়ে তিন হাজার মানুষের জন্য খিচুড়ি, শুকনা খাবার পৌঁছে দেন করেন রামগতি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় তিনি (এবিএম আশরাফ উদ্দিন নিজান) বলেন,
‘আমরা ২১ (আগষ্ট) তারিখ থেকে বন্যা কবলিত মানুষের জন্য কাজ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্দেশে। যেখানে যেখানে বন্যা হচ্ছে সব জায়গাতেই জনাব তারেক রহমান সাবেক এমপিদের ত্রাণ কর্জক্রাম পরিচালনার নির্দেশ দিয়েছেন। আমি নেতার নির্দেশ মোতাবেক ২১ (আগষ্ট) থেকে রামগতি কমলনগরে আছি। আমরা অসংখ্য নেতাকর্মী রামগতি এবং কমলনগরে কোথাও হাটু অব্দি পানি কোথাও বুক সমান পানির মধ্যে আমরা কাজ করছি। নিরাপদ আশ্রয় কেন্দ্রে মানুষকে নিয়ে আসতেছি, উদ্ধার কার্জক্রম পরিচালনা করছি, নগদ অর্থ, খিচুড়ি, শুকনা খাবার, চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ সহ প্রয়োজনীয় যা যা করা দরকার প্রতিদিন করছি৷ যতক্ষণ পর্যন্ত পানি না নামবে এবং যতক্ষণ না পর্যন্ত মানুষের নিজ নিজ ঘরে নিরাপদে পৌঁছে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ্ আমরা আমাদের এই কার্জক্রম পরিচালনা করবো।’
‘পরবর্তী কার্জক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি (আশরাফ উদ্দিন নিজান) জানান, বন্যা কবলিত মানুষের বিভিন্ন পানি বাহিত রোগ দেখা দিচ্ছে, শিশুরাও নানান রোগে আক্রান্ত হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি মেডিকেল টিম রেডি করব। ‘ফ্রী মেডিকেল টিমের মাধ্যমে পানি বাহিত রোগবালাই এ আক্রান্ত মা-বোন, শ্রমিক, বয়োজ্যেষ্ঠ এবং শিশু সহ সকল সুবিধাবঞ্চিত মানুষের কাছে ডাক্তার এবং ঔষধ পৌঁছে দেব।’
তিনি আরও বলেন, ‘ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের তালাকি তৈরি করছি আমরা।’
এলকা (রামগতি কমলমগর) ঘুরে ঘুরে মানুষে হতাশা ও দুর্দশার কথা দেখছেন, শুনছেন সাবেক এই সংসদ সদস্য। এই সময় সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এর সঙ্গে উপস্থিত ছিলেন রামগতি কমলনগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।