সুলতানা মাসুমা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর-৪ রামগতি কমলনগরের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান এর তত্ত্বাবধান ও নেতৃত্বে চলছে গৃহত্যাগী মানুষের প্রতিদিন খাবার ব্যবস্থা৷ প্রতিদিন প্রায় সাড়ে ছয় হাজার ঘর বাড়ি ছাড়া, রান্না কারতে না পারা মানুষের জন্য এ ব্যবস্থা করছেন তিনি (আশরাফ উদ্দিন নিজান)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের নির্দেশে ২১ (আগষ্ট) থেকে তিনি (আশরাফ উদ্দিন নিজান) রামগতি কমলনগরে অবস্থান করছেন। সকাল সন্ধ্যা ঘুরে বেড়াচ্ছেন ঘর-বাড়ি ভেসে যাওয়া মানুষের দ্বারে দ্বারে । বিগতদিনে তাদের (রামগতি কমলনগর বাসির) বিপদে কেউ এভাবে পাশে দাঁড়ায়নি এমন উদ্বেগ প্রকাশ করে নিজেদের হাল্কা করছেন সাবেক এই সংসদ সদস্য (আশরাফ উদ্দিন নিজান) কে কাছে পেয়ে এলাকাবাসী। মানুষের দুরবস্থা দেখে সাবেক সংসদ সদস্য অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। এসময় তিনি বলেন,
‘আমি এমপি হতে চাই না, আমার জানাজায় যে মানুষ গুলো এসে দাঁড়াবে, সে মানুষ গুলোর বিপদে আমি পাশে থাকতে চাই। যতদিন শরীরে শাক্তি আছে আমি (আশরাফ উদ্দিন নিজান) আপনাদের পাশে সেবা দিতে উপস্থিত হব ইনশাআল্লাহ্।’ এসময় পানি কমতে শুরু করলে মেডিকেল টিম গঠনের কথাও জানান তিনি। ‘ফ্রী মেডিকেল টিমের মাধ্যমে পানি বাহিত রোগবালাই এ আক্রান্ত মা-বোন, শ্রমিক, বয়োজ্যেষ্ঠ এবং শিশু সহ সকল সুবিধাবঞ্চিত মানুষের কাছে ডাক্তার এবং ঔষধ পৌঁছে দেওয়ার আস্বস্ত করেন।’
রামগতি কমলনগরে এবিএম আশরাফ উদ্দিন নিজান এর তত্ত্বাবধান ও নেতৃত্বে আজ ২৮/০৮/২০২৪ (বুধবার) প্রায় সাড়ে ছয় হাজার মানুষের মাঝে রান্না করে খিচুড়ি, শুকনা খাবার ও অর্থিক সহয়তা করা হয়েছে ৷ এটি রামগতি কমলনগর উপজেলা বিএনপির বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় চলমান কর্জক্রাম। বন্যার শুরু থেকে রামগতি কমলনগর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রামিকদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান এ কার্জক্রম পরিচালনা করে করছেন।