সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান)প্রতিনিধি:বান্দরবানের লামায় বিষপানে আত্মহত্যা করেছেন চার সন্তানের জনক। শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার ফাঁসিয়াখালীর ইউনিয়নের ইয়াংছা ছোট মার্মা পাড়ায়। নিহত ক্যচিং মার্মা(৪৮) একই এলাকার বাসিন্দা চহ্লা অং মার্মার ছেলে।
ফাসিঁয়াখালী ইউপি সদস্য আপ্রুছিং মার্মা জানান,পেটব্যাথা সহ্য করতে না পেরে ক্যচিং মার্মা শুক্রবার মধ্যরাতে বিষপান করে বলে জানা যায়।পরে স্বজনরা তাকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
লামা থানা অফিসার ইনচার্য মো. শহীদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে বিষপান করে থাকতে পারে।তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদ পেরক