সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):বান্দরবানের লামায় ৭ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সুত্রে এমপিওভুক্ত করার তথ্য জানায়।সারাদেশে ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির মধ্যে রয়েছে লামায় ৭টি।
উপজেলা মাধ্যমিক অফিস সুত্রে জানাযায়, লামা উপজেলায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে।সদ্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে ২টি নিম্ম মাধ্যমিক ও ৫ টি মাধ্যমিক বিদ্যালয়। নিম্ম মাধ্যমিক বিদ্যালয় হলো সরই উচ্চ বিদ্যালয় ও আলহাজ্জ শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়।অন্যদিকে গজালিয়া উচ্চ বিদ্যালয়,ইয়াংছা উচ্চ বিদ্যালয়,ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়,ফাইতং উচ্চ বিদ্যালয়,হায়দারনাশি উচ্চ বিদ্যালয় আগে থেকে নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্তি থাকলেও এবার মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত হয়েছে।এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এখন থেকে পাবেন সরকারি বেতন-ভাতার অংশ।
১৯৯১ সালে স্থাপিত হয়ে দীর্ঘদিন সরকারি বেতনের অংশ না পেয়ে শিক্ষক কর্মচারীদের নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করা সরই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ আবেগে আপ্লুত হয়ে অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন,বেতন না পেয়ে শিক্ষকরা আর্থিক অস্বচ্চলতায় থাকলেও এলাকার কোমলমতি ছাত্র-ছাত্রীদের কথা ভেবে অক্লান্ত পরিশ্রম করে হাল ধরে রেখেছেন। প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করায় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরসহ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
এদিকে মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হওয়ায় ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান ও প্রতিষ্ঠানের সাবেক সভাপতি জাহানারা আরজু উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামালকে মিষ্টিমুখ করান।