লামা প্রেসক্লাব সদস্য জহিরুল ইসলামের ওমরাহ পালনে দোয়া ও ইফতার মাহফিল

সাহাব উদ্দিন রিটু, লামা( বান্দরবান) : বান্দরবানের লামা প্রেসক্লাবের আজীবন সদস্য পৌরসভার মেয়র জহিরুল ইসলামের ওমরাহ হজ্ব পালন উপলক্ষে দোয়া  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার বাদ আছর প্রেসক্লাবের আয়োজনে সহ সভাপতি তানফিজুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনয়াতনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় এমসয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌং,প্রেসক্লাবের আজীবন সদস্য পৌর মেয়র জহিরুল ইসলাম,অফিসার ইনচার্জ মো: শামীম শেখ,উপজেলা প্রকৌশলী মো: আবু হানিফ, প্রেসক্লাব সহযোগী সদস্য এমপি প্রতিনিধি প্রদীপ কান্তি দাশ, সদর রেঞ্জ কর্মকর্তা  আতা এলাহী,রিপোর্টাস ক্লাব সভাপতি,মো: আবু তৈয়ব,সাংবাদিক ফোরাম সভাপতি ইউসুফ মজুমদার,সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মিন্টু, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন
প্রেসক্লাবের সকল নের্তৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ।
ইফতার মাহফিলে হজ্ব গমনুচ্ছুক মেয়র জহিরুল ইসলাম বলেন,স্বপরিবারে পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্য আগামী ৩০ মার্চ লামা থেকে আমাদের  যাত্রা।মহান আল্লাহর ঘরে গিয়ে সকলের জন্যে দোয়া কামনা করব।আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ শরীরে ফিরে এসে আপনাদের সেবা করতে পারি।
পরে কোর্ট মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক উক্ত ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।
Exit mobile version