লাশ বহনকারী আশরাফ আলীকে ব্যাটারী চালিত ভ্যান গাড়ী উপহার দিল প্রশাসন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।জামালপুরের ইসলামপুরে লাশ পরিবহনকারী আশরাফ আলীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাটারী চালিত ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশারাফের নিকট নতুন ভ্যানগাড়ির চাবি হস্তান্তর করেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। এ সময় ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,ইসলামপুর উপজেলার আওতায় দীর্ঘ ৪৫ বছর ধরে উপজেলার বিভিন্ন জায়গায় থেকে প্যাডেল চালিত ভ্যানে লাশ পরিবহন করে অনেক কষ্টে  দিনাতিপাত করে আসছে লাশ বহনকারী আশরাফ আলী। বিভিন্ন মিডিয়াকে বারবার এ খবর প্রচারিত হয়।
তার কষ্ট ও দূর্ভোগ লাঘবে প্রশাসকের পক্ষ থেকে নতুন ব্যাটারি চালিত ভ্যানগাড়ি পেয়ে আশরাফ আলী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আশরাফ আলী বলেন,ছোট্রকাল থেকেই ওস্তাদ বক্কর আলীর সাথে থেকে লাশ বহন করতেছি। প্যাডেল ভ্যান চালাতে অনেক কস্ট হয়। স্যারেরা অটো দিল এখন আরামে লাশ টানতে পারমু।
অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান,থানায় লাশ পরিবহনে প্যাডেল চালিত ভ্যান রয়েছে। এটা দিয়ে প্রত্যান্ত অঞ্চল থেকে লাশ পরিবহন করা অনেক কস্ট হয়। ব্যাটারী চালিত ভ্যানে লাশ পরিবহনে এখন সংশ্লিষ্ট আশরাফ আলীর পরিশ্রম অনেকটাই কম ও সময় বাঁচবে।
উপজেলা নিরবাহী কর্মকর্তা বলেন,প্রত্যন্ত অঞ্চল থেকে লাশ পরিবহন কস্ট হয়। কস্ট লাঘবে প্রশাসনের পক্ষে থানাতে একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি উপহার দেওয়া হয়েছে। আশা রাখছি ব্যাটারী চালিত ভ্যানে লাশ পরিবহন করতে এখন অনেক দূর্বোগ লাঘব হবে।
Exit mobile version