শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এইচএসসি পরীক্ষা দিতে আসা এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে মোঃ আলী হাসান (২৭) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ এমএইচ মহাবিদ্যালয় মেইন গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আলী হাসান বগুড়া সদর উপজেলার চিঙ্গাসপুর এলাকার মিলন মিয়ার ছেলে। সে শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জুড়ি মাঝপাড়া গ্রামের মোখলেছার রহমানের ঘরজামাই।
জানা যায়, শিবগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেনীতে অধ্যয়নরত থাকা কালীন সময়ে কলেজে যাওয়া আসার সময় ঐ কলেজ ছাত্রীকে আলী হাসান কুপ্রস্তাব, প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করিতো। ৫ ডিসেম্বর ঐ ছাত্রী শিবগঞ্জ এমএইচ মহাবিদ্যালয়ে এইচএসসির যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে আনুমানিক বেলা সাড়ে ১১ টায় ঐ কলেজ ছাত্রী বের হওয়ার সময় শিবগঞ্জ এমএইচ মহাবিদ্যালয়ের মেইন গেটের সামনে এসে আলী হাসান ও অজ্ঞাত এক যুবক ঐ কলেজ ছাত্রীকে জোরপূর্বক টেনে হিচড়ে মোটরসাইকেলে উঠানোর চেষ্টা করে।
এসময় ঐ কলেজ ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এসে কলেজ ছাত্রীকে উদ্ধার করে এবং আলী হাসানকে আটক করে। এসময় আলী হাসানের আরেক সঙ্গী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে শিবগঞ্জ থানা পুলিশ এসে আলী হাসানকে গ্রেফতার করে থানায় নেয়। এঘটনায় ভুক্তভোগী ঐ পরীক্ষার্থীর মা বাদী হয়ে আলী হাসান ও অজ্ঞাত এক যুবকের নামে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, ভুক্তভোগী ঐ পরীক্ষার্থীর মা বাদী হয়ে আলী হাসান ও অজ্ঞাত এক যুবকের নামে থানায় এজাহার দায়ের করায় তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।